রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানগুলোতে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।
রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে যান সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। সিআইডি ঢাকা মেট্রোপলিটনের (দক্ষিণ) পুলিশ পরিদর্শক মো. আনোয়ার উদ্দিন মিয়া বলেন- ঘটনাস্থলের বাইরের একটা নকশা তৈরি করা হয়েছে।
এরপর মার্কেটের ভেতরে প্রবেশ করে সেখান থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে , সংগ্রহ করা আলামত ল্যাবে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষার পর আগুন লাগার কারণ জানা যাবে বলে জানায় সিআইডি।