২৭ জুলাই, ২০২৪, শনিবার

নিজের অর্জন নিয়ে কোন পরিকল্পনা নেই রিয়াদের

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে রিয়াদ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে খেলবে ১০০ তম টি-টোয়েন্টি ম্যাচ এই ম্যাচ নিয়ে আসলে রিয়াদ কী ভাবছেন সেই কথা বলেছেন টাইগারদের টি-টোয়েন্টি ক্যাপ্টেন। তিনি জানিয়েছেন এ নিয়ে আলাদা কোন ভাবনা নেই তার। তিনি আরও বলেন, ‘আলাদা কোনো পরিকল্পনা নেই। আমি চেষ্টা করব দলের জন্য খেলতে, দলের জন্য অবদান রাখতে-যে চেষ্টা সবসময় থাকে। সুস্থ থাকলে ইনশাআল্লাহ্‌ ১০০তম ম্যাচটা যেন খেলতে পারি, দলে যেন অবদান রাখতে পারি।’

ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে এর আগে ১০০তম ম্যাচ খেলেছেন আরও ৭ ক্রিকেটার। এই তালিকায় মাহমুদল্লাহ হবেন অষ্টম ক্রিকেটার। রিয়াদের আগে যারা আছেন তারা হলেন শোয়েব মালিক (১১৬), মোহাম্মদ হাফিজ (১১৩), রোহিত শর্মা (১১১), এউইন মরগান (১০৭), কেভিন ও ব্রায়েন (১০৩), মার্টিন গাপটিল (১০২) ও রস টেইলরের (১০২)।

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মাহমুদউল্লাহর। এই ফরম্যাটে এখন পর্যন্ত খেলা ৯৯ ম্যাচে তার গড় প্রায় ২৪। এই ফরম্যাটে তিনি ফিফটি করেছেন ৫টি। বল হাতে তার শিকার ৩২ উইকেট।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement