৩ ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার

নেইমারের কান্নায় আহত হয়েছেন মাশরাফি

Advertisement

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে কোপা আমেরিকার শ্রেষ্ঠত্ব হারিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে মাঠে পড়ে থেকে কেঁদেছে নেইমার। আর্জেন্টিনার কঠিন ভক্ত হলেও নেইমারের কান্নায় আহত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন মেসির আনন্দে যেমন আজ আমার প্রচণ্ড ভালো লেগেছে ঠিক তেমনি নেইমারের কান্নায় খারাও লেগেছে আমার।

তিনি আরও লিখেছেন, ম্যারাডোনার জন্য আমি ফুটবলে আর্জেন্টিনার সমর্থন করি। কিন্তু ম্যারাডোনা যাওয়ার পরে আরও অনেক ফুটবলারকেও দেখেছি কিন্তু মেসির মত কাউকে দেখিনি।

আর্জেন্টিনার জয় সম্পর্কে ম্যাশ লিখেছেন, দারুণ এক অনুভূতি হচ্ছে আমার। সবাই মেসি মেসি করছে ঠিকই কিন্তু আমি তো চিন্তা করছি ম্যারাডোনা বেঁচে থাকলে তার মত কেউই আনন্দ পেতো না আর্জেন্টিনার এই জয়ে।

ম্যাশ আরও লেখেন, ম্যারাডোনা দি ওনলি লাভ ইন ফুটবল। অভিনন্দন আর্জেন্টিন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement