২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

নেত্রকোনায় একই পরিবারের ৮ জনসহ করোনায় শনাক্ত আরও ১৮ জন

Advertisement

নেত্রকোনায় ২৪ ঘন্টায় একই পরিবারের ৮ জন সহ জেলায় মোট ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। গতকাল রোববার (২০ জুন) রাত সাড়ে ৯ টায় জেলার সিভিল সার্জন ডা. মোঃ সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। 

জেলা সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী, নেত্রকোনা সদর উপজেলায়  ৪ জন, আটপাড়া ও বারহাট্টা উপজেলায় ২ জন,  মোহনগঞ্জ উপজেলায় ১ জন ও ভারত সীমান্তে দুর্গাপুর উপজেলায় রয়েছেন ৯ জন,আরেকজন হলেন দুর্গাপুর পৌরশহরের ২নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তাদের মধ্যে দুর্গাপুর উপজেলাধীন চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে একই পরিবারের ৮ জন আক্রান্ত হয়েছেন। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ তানজিরুল ইসলাম জানান, দুর্গাপুর উপজেলাধীন আলমপুর গ্রামে গত শনিবার এক পরিবারে মা ও মেয়ের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এছাড়া পৌরশহরের ২নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ৫০ বছরের এক ইমামও রয়েছেন শনাক্তের তালিকায়। জেলা সিভিল সার্জন আরও জানান, গত মাসে (মে) দুর্গাপুর উপজেলায় শনাক্তকৃত রোগী ছিলেন ২ জন। চলতি মাসের (জুন) ২০ তারিখ পর্যন্ত এ সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৫ জনে। গত সপ্তাহে জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৩ জন। 

এ খবর ছড়িয়ে পড়লে জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. মোহাম্মদ রাজীব উল আহসান ও কলমাকান্দার ইউএনও মো. সোহেল রানা রাতেই নিজ উপজেলায় কঠোর বিধিনিষেধের গণবিজ্ঞপ্তি জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দুই উপজেলায় ওষুধের দোকান ব্যতিত ভারতীয় সীমান্তবর্তী এলাকাসমূহে সব দোকান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। 

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement