২৭ জুলাই, ২০২৪, শনিবার

নেপাল গিয়ে ঘরোয়া পরিবেশে দাওয়াত খেলেন নারী ফুটবলাররা

Advertisement

করোনার কারণে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশের নারী ফুটবল দল, নারীদের এশিয়ান কাপ খেলতে যাবার আগে নেপালের মেয়েদের সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও, দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়ে ড্র করে সাবিনারা। নেপালে বাংলাদেশের যে কোন দল খেলতে গেলেই কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত সালাউদ্দিন নোমান চৌধুরী স্টেডিয়ামে উপস্থিত থাকার চেষ্টা করেন। অধিকাংশ সফরে বাংলাদেশ দলকে দূতাবাসে আমন্ত্রণ জানানও হয়, তারই ধারাবাহিকতায় (সোমবার) তার বাসভবনে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ নারি ফুটবল দলের সদস্যদের।

কোচ গোলাম রব্বানী ছোটন সহ কোচিং স্টাফ, সকল খেলোয়াড়দের নিয়ে রাষ্ট্রদূতের দাওয়াতে গিয়ে সুন্দর সময় কাটান সাবিনা খাতুন, কৃষ্ণা রাণীরা। রাষ্ট্রদূতের পরিবার, কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্মকাতাদের সঙ্গে ঘরোয়া পরিবেশে বেশ কিছুক্ষণ আলাপ-আলোচনা করে বাংলাদেশ দল। রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী সাবিনাদের আরও ভালো খেলার প্রতি উৎসাহ দেন এ সময়।

এশিয়া কাপের বাছাই খেলতে বাংলাদেশ নারী দল আজ রাতে কাঠমান্ডু থেকে উজবেকিস্তানের উদ্দেশে রওনা হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement