গত ৬ সেপ্টেম্বর নিজের ফেইসবুক পেজে ‘নো ল্যান্ডস ম্যান’-এর প্রথম লুক প্রকাশের মাধ্যমে বুসানে পুরস্কারের জন্য মনোনয়নের খবর দেন ফারুকী। তাতে বোঝা যায় সিনেমাটি নিয়ে কতটা আবেগপ্রবণ। তিনি লেখেন, ‘আপনি এখন একটি স্থিরচিত্রের আকারে যা দেখছেন তা দীর্ঘ দশ বছরের কঠোর পরিশ্রমের ফল। প্রথমে দশ বছর আগে নো ল্যান্ডস ম্যানের স্ক্রিপ্টে কাজ শুরু করেছিলাম। আমি হোঁচট খেয়েছি, কষ্ট পেয়েছি, কিন্তু এই দশ বছরে নিজেকে আবার তুলে নিয়েছি! একটি ফান্ড থেকে প্রত্যাখ্যানের মাধ্যমে আমার যাত্রা শুরু হয়েছিল। আমি দুঃখ পেয়েছিলাম। আমি লেখার টেবিলে ফিরে এলাম, আবার লিখলাম, আবার জমা দিলাম এবং পরের বার ফান্ড পেলাম। আমি প্রায় প্রতি মাসে স্ক্রিপ্ট এডিট করেছি। এমনকি গত মাসে আমি ছবির পুরো কাঠামো পরিবর্তন করেছি। আমি হাল ছাড়িনি। কারণ আমি চলচ্চিত্রে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি নো ল্যান্ডস ম্যানের কেন্দ্রীয় চরিত্রগুলোর যন্ত্রণার কথা বলা দরকার। আমি বিশ্বাস করি, বিশ্বকে উপহাস করা দরকার। আমি বিশ্বাস করি, আমি এই চলচ্চিত্রের মাধ্যমে শ্বাস নিচ্ছি!’ ফারুকী আরও লেখেন, ‘“নো ল্যান্ডস ম্যান” সবেমাত্র বুসান চলচ্চিত্র উৎসব থেকে কিম জি সুক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে মাস্টার চলচ্চিত্র নির্মাতা ব্রিলান্টে মেন্ডোজা, নাওকো ওগিগামি, অপর্ণা সেন, রয়স্টন ট্যানসহ অন্যদের সঙ্গে! আশা করি দর্শক শিগগিরিই ছবিটি দেখতে পাবেন!’
২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’-এর কানযাত্রার পর করোনার মধ্যে এটি বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্য নিঃসন্দেহে দারুণ খবর। এমন অর্জনে এই সিনেমার পুরো টিম আনন্দিত। ফারুকী বলেন, ‘শুধু আমি নই, যারা “নো ল্যান্ডস ম্যান” ছবির সঙ্গে নানাভাবে জড়িয়ে আছি, সবার জন্যই এটা আনন্দের খবর। দর্শককেও আমি এর বাইরে রাখি না। দিনশেষে ছবিটি তারাই দেখেন, আলোচনা-সমালোচনা করেন।’
কয়েক দেশের কয়েকজন প্রযোজকের মধ্যে এ সিনেমার একজন প্রযোজক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘আমার জন্য বাড়তি ভালো লাগা এটাই যে নিজের প্রথম প্রযোজিত ছবি “কিম জি সুক অ্যাওয়ার্ড”-এর জন্য মনোনয়ন পেয়েছে। এর আগে বুসানে গিয়েছি অভিনেত্রী হিসেবে। এবারের সফরে অভিনেত্রী নই, প্রযোজক পরিচয়ে যাওয়া। আলাদা বলতে এটুকুই। কোনো উৎসবে-প্রযোজক কিংবা অভিনেত্রী যে পরিচয়ে যা-ই না কেন, নিজেদের কাজটি দর্শকের মনে কী প্রতিক্রিয়া সৃষ্টি করল, সেটা জানার আগ্রহই বেশি থাকে। আসলে ভালো কিছু করার জন্য আমরা যখন নিবেদিত থাকি, তখন এই প্রত্যাশা থাকে, পরিকল্পনামাফিক যেন কাজটি শেষ হয়। সেটা করতে পারলেই নানা শ্রেণির দর্শক মতামত জানার আগ্রহ জাগে। সে জন্যই বিভিন্ন উৎসবে ছবি প্রদর্শনের এই চেষ্টা।’
‘নো ল্যান্ডস ম্যান’ ছবির সঙ্গে যুক্ত একাধিক আন্তর্জাতিক তারকা। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তিনি সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার ফার্স্ট লুক শেয়ার করে লিখেছেন, ‘কেউ কি এই লোক সম্পর্কে জানেন? আমি তাকে খুঁজছি। আমি তার সম্পর্কে খুব বেশি কিছু জানি না, তবে তিনি নো ল্যান্ডস ম্যান চলচ্চিত্রের নবীন যিনি সবেমাত্র মর্যাদাপূর্ণ বুসান ফিল্ম ফেস্টে কিম জি সুক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এবং এটি প্রথম চেহারা!’ বিশ্বন্দিত সংগীত পরিচালক এ আর রহমান এই সিনেমার সংগীত পরিচালনা করেছেন।