জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যচে টস হেরে ফিল্ডিং করতে নেমে দুর্দান্ত শুরু ছিলো পেসার তাসকিন আহমেদের। দলীয় তিন রান ও নিজের প্রথম ওভারের শেষ বলে জিম্বাবুয়ের ওপেনার তিনেশে কামুনহুকম্বকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। শর্ট লেন্থের বল কাট করতে গিয়ে ফিল্ডার আফিফ হোসেনের হাতে ধরা পড়েন তিনিশে।
এর পরে ম্যাচের পঞ্চম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে দুটি ক্যাচ মিস করে বাংলাদেশের ফিল্ডাররা। তাসকিনের করা ফুলটাস বলে এক্সট্রা কাভার দিয়ে খেলেন জিম্বাবুয়ের ব্যাটার মারুমাই। কাভারে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের ফিল্ডার মিস করেন সেটি। পরের বলে লেগ সাইড দিয়ে উঠেয়ে মারেন মারুমাই কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা সাইফউদ্দিন হাতে বল জমালেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি।
পরে ৬ষ্ঠ ওভারের পঞ্চম বলে মারুমাইকে ফেরান মেহেদি মিরাজ। আগের ওভারে দুইবার জীবন পাওয়া ব্যাটারকে ব্যাক্তিগত ১৩ রানে পরিষ্কার বোল্ড আউট করে বিদায় জানান এই অফস্পিনার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৬৩ রান।