গেল ৯ ম্যাচের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই সবচেয়ে বড় পার্টনারশিপ গড়েছেন লিটন কুমার দাশ ও নাইম শেখ। প্রথম ১০ ওভারে টাইগারদের স্কোর বোর্ডে উঠে ৭২ রান। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ধীর গতিতেই শুরু করে দুই ওপেনার নাইম শেখ ও লিটন কুমার দাস।
ব্যাক্তিগত ৩৩ রানে লিটন ফিরে গেলেও নামই রয়েছেন ক্রিজে। ৯ দশমিক ২ বলের সময় রাভিন্দ্রকে বলে বিশার এক ছক্কা হাঁকালেও তৃতীয় বলে কাট করতে যেয়ে বোল্ড হন লিটন কুমার দাস। আউট হওয়ার আগে নাইমের সাথে তিনি জুটি গড়েছিলেন ৫৭ বলে ৫৯ রানের।
এর পরে মুশফিকুর রহিম মাঠে নেমেই আউট হন রভিন্দ্রার বলে, মুশফিক ফেরেন শূন্য রানে। দলের রানের চাকা চালু রাখতে ব্যাট করতে নেমে ব্যাক্তিগত ১২ রানে সাকিবও ফেরেন প্যাভিলিয়নে।
নাইম শেখকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন ক্যাপ্টেন রিয়াদ।