পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে নিহতের সংখ্যা ৫১ জনে দাঁড়িয়েছে। এতে ১০০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা সংকটাপন্ন। এ কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
সিন্ধুর ঘোটকি জেলার ধারকি শহরের কাছে সোমবার সকালে এ দুর্ঘটনাটি ঘটেছিলো। পাকিস্তানের রেলওয়ে বিভাগের এক মুখপাত্র বলেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে সারগোধায় যাচ্ছিল। কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার পরে স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়।
ঘোটকি পুলিশের এসএসপি ওমর তোফায়েল বলেছেন, দুর্ঘটনার পর পার্শ্ববর্তী ঘোটকি, ধারকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। উল্টে পড়া বগিগুলো থেকে যাত্রীদের উদ্ধারে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে। চিকিৎসক ও প্যারামেডিক স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।