পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ১৫ জন।
সোমবার বালুচিস্তানের রাজধানী কোয়েটার একটি রাস্তায় এ বিস্ফোরণ ঘটে।
বালুচিস্তান প্রাদেশিক পুলিশ কর্মকর্তা শফকত চিমার জানিয়েছেন, রাস্তায় রাখা একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। বাজারের মধ্যে একটি মোটরসাইকেলে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) রাখা হয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।