১৫ নভেম্বর, ২০২৪, শুক্রবার

পাকিস্তার বিপক্ষে টেস্ট খেলতে নারাজ ভারত; বাংলাদেশে আসছে আগামী বছর

Advertisement

বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে আইসিসি কিন্তু সেখানে নেই ভারত-পাকিস্তানের কোন টেস্ট সিরিজ। কিন্তু কেনো? এই প্রশ্ন যেমন রয়েছে ভারত-পাকিস্তানের ক্রিকেট ভক্তদের তেমনি রয়েছে গণমাধ্যমেরও। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত পাকিস্তানের কোন সিরিজ কেনো নেই এটি আসলে এখনও পরিষ্কার নয়।

তবে আইসিসির নিয়ম অনুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপে যে ৯টি দেশ অংশ নিচ্ছে তাদের ইচ্ছে মত যেকোনো ছয় দলের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারবে আর এই নিয়মের উপর ভিত্ত করেই পাকিস্তান বা ভারতের কেউই চায় না একে অন্যের বিপক্ষে টেস্ট খেলতে। এমনটাই বলছে ভারতের গণমাধ্যমগুলো।

ইংল্যান্ডের বিপক্ষেই চলতি সিরিজ দিয়েই চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে টিম ইন্ডিয়া। পরে এ বছরেরর শেষের দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে ভারত। আর সব কিছু ঠিক থাকলে ২০২২ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সফরে আসবে ভারতীয়রা। এছাড়াও ঘরের মাঠে শ্রীলংকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেলার কথা রয়েছে ভারতের।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement