২৭ জুলাই, ২০২৪, শনিবার

পিছিয়েছে ইসলামিক সলিডারিটি গেমস; অপেক্ষা বাড়লো দেশের দুই সেরা শ্যূটারকে

Advertisement

ইসলামি সলিডারিটি গেমস থেকে বরাবরই পদক নিয়ে আসছে বাংলাদেশের ক্রীড়াবিদরা। এবারও সেই লক্ষ্যই চিলো কিন্তু তা আর হচ্ছে না। এ বছরের আগষ্টে তুরষ্কে সলিডারিটি গেমস আয়োজিত হবার কথা থাকলেও করোনার কারনে তা থমকে দাঁড়িয়েছে। তাই বাকি দিশারা এবার শুটিংয়ে থেকে কোন পদক আনতে পারছেন না।

এই গেমস না হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার গণমাধ্যমে জানিয়েছেন, আমরা কয়েকটি ডিসিপ্লিনে এন্ট্রি সম্পন্ন করেছিলাম। সবাই প্রস্তুতিও শুরু করে ফেলেছিলো। কিন্তু করোনার কারণে আয়োজকরা গেমস পিছিয়েছে। ২০১৭ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় সর্বশেষ ইসলামিক সলিডারিটি গেমসে আব্দুল্লাহ হেল বাকী ও আতকিয়া দিশা শুটিংয়ে স্বর্ণপদক জিতেছিলেন। এছাড়া অন্যান্য ইভেন্টেও বাংলাদেশ পদক পেয়েছিল।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement