৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

প্যারিসের ট্রেন স্টেশনে ছুরি নিয়ে হামলায় আহত ৬

Advertisement

প্যারিসের একটি ট্রেন স্টেশনে অজ্ঞাত হামলাকারী ছুরি নিয়ে যাত্রীদের ওপর হামলা করেছেন। এতে অন্তত ৬ ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার প্যারিসের ‘গ্যার ডু নর্ড স্টেশনে’ এই ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীকে গুলি করে নিবৃত্ত করে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারম্যানিন বলেন, ধারাল অস্ত্র নিয়ে হামলাকারী একজন পুলিশ কর্মকর্তাসহ কয়েকজনকে আঘাত করে। স্থানীয় সময় বেলা ৬টা ৪৩ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

সাংবাদিকদের তিনি জানান, পুলিশ গুলি করার পর অজ্ঞাত হামলাকারী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। এছাড়া আহত হয়েছেন একজন পুলিশকর্মকর্তাসহ কয়েকজন যাত্রী। পুলিশ কর্মকর্তার পিঠের পেছনে ছুরিকাঘাত করা হয়। তবে বুলেটপ্রুফ ভেস্ট থাকায় তিনি গুরুতর আঘাত থেকে রক্ষা পান। আরেকজন যাত্রী কাঁধে গুরুতর আঘাত পেয়েছেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ‘সাহসী   এবং কার্যকর’ পদক্ষেপের জন্য ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে ধন্যবাদ জানান।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement