১৪ মে, ২০২৪, মঙ্গলবার

প্যারিস মাতালো তাহসানের সুর, বাঁধভাঙা উচ্ছাস বাঙালিদের

Advertisement

ফ্রান্সের ক্যাসিনো দ্য প্যারিসে আয়োজিত হলো ফ্রংকো-বাংলা উইন্টার ফেস্টিভাল। প্যারিসের ফ্রসে আভেক রাব্বানী (অফিওরা), দেসি এন্টারটেইনমেন্ট প্যারিস অনুষ্ঠানটির আয়োজন করে।

ক্যাসিনো দ্য প্যারিসের বিলাসবহুল হলে হাজারো দর্শকদের উপস্থিতিতে মনোমুগ্ধকর জমকালো এ অনুষ্ঠানে সুরের মূর্ছনায় সবাইকে মাতালেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও দেশীয় ব্যান্ডদল অ্যাশেজ। এছাড়াও প্যারিসের সেরা কিছু বাঙালি ম্যাজিক ব্যান্ডও পারফর্ম করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি অংশ নেন।

তাহসান তার মোহনীয় কন্ঠে একে একে আমার কল্পনা জুড়ে,তুমি আর তো কারো নও শুধু আমার, আমি আবার তোমার কাছে ফিরে যেতে চাই, স্বপ্নের বালুকায়, কেউ কি পা লুকায়, ফেরাতে পারিনি আমি সহ বেশ কয়েকটি গান গেয়ে দর্শকদের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন।

প্রথম পর্বে প্রবাসী বাংলাদেশিদের গড়া ব্র্যান্ড দল অসমাপ্ত, ম্যাক্সেল, ভাইয়াস এবং রকস্টার শান্ত সংগীত পরিবেশন করেন। সম্প্রতি প্যারিসে আসা বাঙালির সিংহভাগই যে অ্যাশেজ-তাহসান ভক্ত তার প্রমাণ পাওয়া গেছে দর্শক-শ্রোতাদের বাঁধভাঙা উচ্ছাসে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement