উইরো ফুটবলে নতুন ইতিহাস গড়েছে ইংল্যান্ড। ডেনমার্ককে হারিয়ে এই প্রথম ইউরো চ্যাস্পিয়নশিপের ফাইনালে খেলোর যোগ্যতা অর্জন করে হ্যারি কেইনের দল। রাতে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্যানিসদের বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত জয় পায় ইংল্যান্ড। উইম্বলি স্টেডিয়ামে ম্যাচের ৩০ মিনিটে দ্যামস গার্ডের স্কোরে লিড পায় ডেনমার্ক। তবে সেই লিড ধরে রাখা হয়নি তাদের। ৩৯ মিনিটে নিজেদের জালে নিজেরাই বল জড়িয়ে ইংল্যান্ডকে সময়তায় ফিরতে সহযোগিতা করে ডেনমার্ক। ১-১ গোলের সমতা নিয়ে বিরতীতে যায় দুই দল।
বিরতীর পরে মাঠে নেমে ৯০ মিনিট পর্যন্ত চলেছে আক্রমণ পাল্টা আক্রমণ। নির্ধারিত সময় কোন ম্যাচের কোন রেজাল্ট না আসলেও ম্যাচের অতিরিক্ত সময় ১০৪ মিনিটে হ্যারি কেইনের স্কোরে ৫৫ বছর পর বৈশ্বিক কোন বড় ফুটবল আসরের ফাইনালে উঠলো ইংল্যান্ড। আর ইউরো ফুটবলের ইতিহাসে এই প্রথম বারের মত ফাইনালে উঠলো ইংলিশরা।