প্রথম ওভারের প্রথম বলে উইকেট তুলে নিয়েই বিপিএলে নিজের দ্বিতীয় খেলায় অধিনায়কত্বের উদযাপন করলেন সাকিব। কোনো রান না করেই সাকিবের বলে আউট হয়ে যান নাঈম শেখ।
আজকে শেষ হচ্ছে বিপিএলের ঢাকা পর্বের খেলা। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ দিনের খেলায় যথারীতি দুপুরে সাকিবের বরিশালের মুখোমুখি এখন সোহানের রংপুর। প্রথম জয়ের লক্ষ্যে আজকের ম্যাচে টস পর্বে জয়ী হয় ফরচুন বরিশাল। জয়ের লক্ষ্যে দুই দলই নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামে।
টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। স্বভাবতই ব্যাটিংয়ে রংপুর রাইডার্স। আজকের ম্যাচ সাকিবের জন্য খুরই গুরুত্বের। কারণ এ ম্যাচ দিয়ে এবারের যাত্রায় অধিনায়কের দায়িত্বে আছেন তিনি। তাছাড়া প্রথম খেলায় সিলেটের কাছে হেরে পিছিয়ে আছে বরিশাল।
অপর দিকে রংপুর প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও আজকের ম্যাচে জয় তুলে নিতে চাইবে। আর এজন্য দুদলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ন। আর তাই এ ম্যাচে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠের লড়াইয়ে মুখোমুখি হয় দুই দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে নামে দুই দল। খেলাটি সরাসরি সম্প্রচার করছে নাগরিক টিভি ও ওটিটি প্লাটফর্ম।
আজকের ম্যাচে টস জিতে রংপুরকে ব্যাটিয়ের আমন্ত্রণ জানান বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
প্রথম জয়ের খোঁজে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। গতবারের রানার্সআপ বরিশালের বিপিএল যাত্রা শুরু হয়েছিল সিলেটের বিপক্ষে হার দিয়ে।
স্কোরবোর্ডে সাকিব আল হাসানের দল ১৯৪ রান জমা করেও সিলেটের বিপক্ষে জিততে পারেনি তারা। আর তাই আজকের ম্যাচে রংপুরের বিপক্ষে জয় পেতে মরিয়া বরিশাল।
অন্যদিকে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে যাত্রা শুরু করেছিল রংপুর। নুরুল হাসান সোহানের দল আজও চাইবে সাকিবদের হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে। দুপুরের ম্যাচে রান কিছুটা কম হওয়ায় দুই দলের ব্যাটসম্যানদেরই দিতে হবে পরীক্ষা।