কোপা আমোরিকা- ২০২১
ব্রাজিল ৩-০ ভেনেজুয়েলা
কলোম্বিয়া ১-০ ইকুয়েডর
কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ব্রাসলিয়া ন্যাশনাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয় তারা। রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ২৩ মিনিটে স্কোর করলে দলকে প্রথম আনন্দের উপলক্ষ্য এনেদেন মারকুইনহস।
প্রতিপক্ষ শিবিরে এর পরের আঘাতটা হানেন নেইমার। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪ মিনিটে স্পট কিক থেকে স্কোর করে ২-০ গোলে ব্রাজিলকে এগিয়ে নেন তিনি। ৮৯ মিনিটে গ্যাবরিয়ালের স্কোরে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে দিনের আরেক ম্যাচে, ইকুয়েডরের বিপক্ষে জয় পেয়েছে আরেক জায়ান্ট কলোম্বিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে ১-০ গোলের জয় পায় কলোম্বিয়া। আর দলের হয়ে একমাত্র গোলটি করেন এডুইন কার্ডোনা।