২৭ জুলাই, ২০২৪, শনিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত সাকিব-পাপনের

Advertisement

দেশের মাটিতে দুই ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ রোববার সন্ধ্যায় ফেসবুকে সাকিব একটি ছবি পোস্ট করেছেন, যেখানে লিখেছেন, ‘আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা ছিল সম্মানজনক।’

কি কারণে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাত করলেন সাকিব আল হাসান, এ ব্যাপারে কিছুই এখনো জানা যায়নি। আইপিএল খেলতে মুস্তাফিজকে সঙ্গে নিয়ে আজ রাতে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফেরা হবে না দেশে। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্যই গণভবনে যান সাকিব আল হাসান।

করোনায় স্থগিত আইপিএল চতুর্দশ আসর আবার শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১৫ অক্টোবর। আইপিএলের এবারের আসরে সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর মুস্তাফিজ খেলছেন রাজস্থান রয়্যালসে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement