ওয়ানডে সিরিজ সামনে রেখে প্রথম প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে একাদশের সামনে ২৯৭ রানের বড় টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৯৬ রান তোলে বাংলাদেশ। টাইগারদের ক্যাপটেন তামিম ইকবাল করেন ৬৬ রান। এই ইনিংস সাজাতে তামিম মোকাবেলা করেন ৬২ বল। ১১ চার ও এক ছয়ে তামিমের স্ট্রাইকরেট ১০৬।
অরেক ওপেনার নাইম শেখ আউট হয় ২৫ রানে। সাকিব আল হাসান করেন ৩৭, ৩৬ রান করেন মোসাদ্দেক আর মিথুন করেন ৩৯ রান। আফিফ হোসেন ব্যাট হাতে রান করেন ২৮ রান।
জবাবে টাইগারদের দেওয়া ২৯৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে।