বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। তার মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে এই আপিল।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ইসি কমিশন সচিবালয়ে আপিল আবেদন করেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি আসন দুটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ১ শতাং ভোটার/সমর্থক থাকা বাধ্যতামূলক। কিন্তু হিরো আলম ১ শতাংশ ভোটার সমর্থক দেখাতে না পারায় এবং যতটুকু দেখিয়েছেন ভোটারের সঙ্গে তার মিল না থাকায় রিটার্নিং কর্মকর্তা গত ৮ জানুয়ারি বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।