ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের ম্যাচ সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও টি স্পোর্টস। অন্য দিকে রেলিগেশনের ম্যাচ গুলো আয়োজন করা হয়েছে বিকেএসপিতে, সেই সাথে টিভি চ্যানেল গুলোরও নজর নেই তাদের দিকে। ভালো আম্পায়ার ও মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছিলো রেলিগেশনের দল রূপগঞ্জ।
তারা বিসিবির কাছে প্রস্তাব রেখেছিলো আইসিসির প্যানেলভুক্ত ম্যাচ রেফারি দিয়ে ও রিভিউ যুক্ত করে মিরপুরে এই ম্যাচ গুলো আয়োজন করার। তাদের এসব অনুরোধে সারা দিয়েছে বিসিবি বোর্ড প্রেসিডেন্ট বলেছেন, তাদের এসব অনুরোধ আমরা বিবেচনায় রেখেছি এবং মিরপুর স্টেডিয়াম যখনই ফাঁকা পাবো তখনই আমরা রেলিগেশনের ম্যাচ আয়োজন করবো।
সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম বলেন, রেলিগেশনের সবগুলো ম্যাচই আমরা ফেসবুকের মাধ্যমে সম্প্রচার করছি। বেশ কয়েকটা ক্যামেরা আমরা ব্যাবহার করছি এই সম্প্রচারের ক্ষেত্রে। ইনাম আরও বলেন, রিভিউ পদ্ধতি নিয়ে আসলে এই মুহূর্তে আমাদের কিছু করার নেই, কারণ এটা খুব জটিল প্রক্রিয়া। তবে রান আউট ও বাউন্ডারি সমীক্ষার ক্ষেত্রে আমরা তৃতীয় আম্পায়ারের ব্যবস্থা করেছি