ঢাকা প্রিমিয়ার লিগে জয় পেয়েছে শেখ জামাল ও শাইনপুকুর। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম দলেশ্বরের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় শেখ জামাল। সকালে, টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৬ রান তোলে প্রাইম দলেশ্বর। জবাবে ১৬৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেটের জয় পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ধানমন্ডির হয়ে জিয়বউর রহমান করেন ৫৩ রান। প্রইম দলেশ্বরের ইমরানুজ্জামান করেছেন ৬৫ রান।
এদিকে দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে শাইনপুকুর। ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে তারা। বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে শাইনপুকুর। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্ধরে পৌঁছে যায় শাইনপুকুর। দলের হয়ে তানজিমুল হাসান করেন ৭৯ রান।