সারাদেশে কোভিড -১৯ এর মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে অবশেষে খুলল শিক্ষা প্রতিষ্ঠান । জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী-শিক্ষকদের পদচারনায় মুখরিত হলো প্রতিষ্ঠান গুলো।
দীর্ঘ সময় বন্ধ থাকার পর আজ রবিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা প্রথম দিন ক্লাস করছেন। এসম তাদের মাঝে প্রাণচাঞ্চণ্য দেখা গেছে।
ফরিদপর শহরের রেইনবো কিন্ডারগাটেন স্কুলের প্রধান শিক্ষক জয় প্রকাশ বিশ্বাস জানান, দীর্ঘ দিন পর শিক্ষার্থীরা স্কুলে এসতে পেরে খুব খুশি। অনেক দিন পর শিক্ষক ও তাদের বন্ধুদের পেয়ে তাদের কাছে মহা আনন্দের মনে হয়েছে।
তিনি বলেন, সরকারের দেওয়া নির্দেশনা মোতাবেক আমরা স্বাস্থ্য বিধি মেনে ক্লাস শুরু করেছি।
এছাড়াও শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাজেদা কবির উদ্দিন প্রাথমিক বিদ্যালয়, সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুলে সরেজমিনে ঘুরে দেখা গেছে। স্কুল খোলা থাকার কারণে ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ প্রচন্ড। বেশ কিছু ছাত্র ছাত্রী একে ঈদের আনন্দের সাথে তুলনা করেছে।
এসকল প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, ক্লাসে প্রবেশ করার আগে তাপমাত্রা মাপক যন্ত্র দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করিয়েছেন। ছাত্রছাত্রীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে, তাদের মাক্স বিতরণ করেছেন, এবং প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসিয়েছেন।
ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, সকালে বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের মধ্যে উল্লাস দেখতে পেয়েছি।
আমরা সরকারের দেওয়া নির্দেশনা মোতাবেক সকল প্রতিষ্ঠানকে স্বাস্থ্য বিধি মেনে ক্লাশ পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলার ৮৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ এক যোগে ক্লাস শুরু হয়েছে।
সারাবাংলা/ফরিদপুর