২৭ জুলাই, ২০২৪, শনিবার

ভাঙ্গায় নির্বাচন পরবর্তী সহিংসতা : বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Advertisement

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় দুলাল সিকদার (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। তিনি হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের মৃত লাল মিয়া সিকদারের সন্তান। গতকাল বুধবার বিকালে মুনসুরাবাদ বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, হামেরদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পরাজিত সাবেক মেম্বার বাবর আলী ও নির্বাচিত আলম মেম্বারের সমর্থকদের মধ্যে মঙ্গলবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। তারই ধারাবাহিকতায় গত দুইদিন ধরে এলাকা থমথমে ভাব বিরাজ করছিল।
বর্তমান মেম্বার আলম মোল্লার সমর্থকরা মুনসুরাবাদ গ্রামের পরাজিত মেম্বার বাবর আলী মেম্বারের সমর্থক বীর মুক্তিযোদ্ধা মরহুম শুকুর শেকের বাড়ী সহ ৮টি বাড়ীঘরে ব্যাপক ভাংচুর করে ঘরের ভেতরে থাকা মালামাল লুটপাট করে নেয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বুধবার সকালে উভয় পক্ষ ও বর্তমান নব-নির্বাচিত চেয়ারম্যান খোকন মোল্লার মধ্যস্থতায় থানায় দেশীয় অস্ত্র জমা দিয়ে শালিস মীমাংসার দিন ধার্য করে।

স্থানীয় মাতুব্বর তৈয়ার আলী জানান, বুধবার বিকালে মুনসুরাবাদ বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাবেক মেম্বার বাবর আলী মোল্লার সমর্থক দুলাল সিকদার আছরের নামায পড়ে পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বর্তমান মেম্বার আলম মোল্লার সর্মথক ছরোয়ার মেম্বার, ইমদাদ, ইকরাম ও ইমরান তার গতিরোধ করে। এসময় তাকে লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। খবর পেয়ে এলাকার লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। দুলাল সিকদারকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদির বলেন, বুধবার বিকালে হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে দুলাল সিকদার নামের এক বৃদ্ধর মৃত্যুর খবর পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে দুলাল সিকদারের মৃত্যুর খবর গ্রামের সাধারন মানুষের কাছে পৌছে গেলে পুরো গ্রামবাসি ক্ষোভে ফেটে পড়েন। সকলেই লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসে। পরিস্থিতি সালাম দিতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আনে।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর জেলার ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement