ফাইজার-বায়োএনটেকের টিকা করোনাভাইরাসের ডেল্টা ধরন মোকাবেলায় অত্যন্ত কার্যকর বলে দাবি করেছেন ইসরায়েলে ফাইজারের এক কর্মকর্তা।
ইসরায়েলে ফাইজারের চিকিৎসাশাস্ত্র বিষয়ক পরিচালক আলন র্যাপাপোর্ট বৃহস্পতিবার স্থানীয় একটি সম্প্রচার মাধ্যমকে বলেন, আমাদের কাছে থাকা গবেষণাগারের গবেষণা তথ্যের পাশাপাশি যেসব জায়গায় করোনাভাইরাসের ডেল্টা ধরন ব্রিটিশ ধরনকে টপকে গিয়ে বিস্তার লাভ করেছে, সেসব জায়গার তথ্য একত্রিত করে আমরা দেখেছি আমাদের টিকা খুবই কাজে দিচ্ছে, এটি প্রায় ৯০ % কার্যকর হচ্ছে।
তবে এ ব্যাপারে ফাইজারের মুখপাত্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ওদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণস্বাস্থ্য বিভাগের প্রধান শ্যারন অ্যালরয়-প্রেইস বলছেন অন্য কথা।
তিনি বলেন, ফাইজার-বায়োএনটেকের টিকা ডেল্টা ধরন প্রতিরোধে কতটা কার্যকর তা বলার মতো যথেষ্ট তথ্য তাদের কাছে নেই।
বুধবার (২৩ জুন) সাংবাদিকদের শ্যারন বলেন, আমরা এখন তথ্য জোগাড় করছি। ইসরায়েলে ডেল্টা শনাক্ত হওয়া প্রায় দুইশ জনের প্রথম নমুনাগুলোই কেবল আমরা এখন খতিয়ে দেখছি। সুতরাং, আমরা শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানতে পারব।
এদিকে ডেল্টা ধরন ব্যাপকভাবে ছড়িয়েছে এমন জায়গায় পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) এক গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রজেনেকা এবং ফাইজারের কোভিড টিকা নেওয়া ৯০ শতাংশের বেশি মানুষ ডেল্টা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হতে হয়নি।
ইসরায়েলে ৯৩ লাখ জনসংখ্যার অর্ধেকের বেশিই ফাইজারের দুই ডোজ টিকা পেয়েছে। এতে কমে এসেছে কোভিড শনাক্তের সংখ্যা। ফলে বিধি-নিষেধও তুলে নেওয়া হয়েছে অনেকটাই। তবে গত কয়েকদিনে শনাক্ত আবার বাড়তে থাকায় কর্তৃপক্ষ অভিভাবকদেরকে ১২ থেকে ১৫ বছর বয়সীদেরও টিকাদান শুরু করতে বলেছে।