রক্তমাখা পাঁ নিয়ে লড়াই করেছেন কলোম্বিয়ার বিপক্ষে। সে লড়াইয়ে জিতেছেন মেসি। নিজের পুরোটুকু দিয়েছেন দেশের জন্য উজার করে। কোপা আমেরিকায় গড়েছেন নতুন এক ইতিহাস। এই টুর্নামেন্টে গোল করানোর দিক দিয়ে মেসিই এখন সেরা। এগিয়ে আছেন গোল্ডেট বুট পাওয়ার দৌড়েও।
কলোম্বিয়ার বিপক্ষে পায়ের গোড়ালি থেকে রক্ত বের হলেও মাঠ না ছাড়া মেসিকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ফাইনালে মাঠে নামা নিয়ে। ফাইনালে উঠে মেসি তার অফিসিয়াল ফেসবুক পেইজে লিখেন, এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে পরবর্তী লক্ষ্যের জন্য এগিয়ে যেতে চাই।
তবে সেমিফাইনাল ম্যাচে পাঁয়ের গোড়ালির ইনজুরি কতটা কঠিন এখনও বলা যাচ্ছে না। তবে ভক্তরা আশা করছেন ব্রাজিলের বিপক্ষে ফাইনালে শতভাগ ফিট হয়েই মাঠে নামবে মেসি।