জিম্বাবুয়ে একদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে আগ্রাসি ক্রিকেট খেলছে নাজমুল হাসান শান্ত। এরই মধ্যে তুলে নিয়েছেন ফিফটিও। লাঞ্চে যাবার সময় তার রান ছিলো ২৩। বিরতী থেকে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ১০৭ বলে ৫২ রান করে আউট হন শান্ত। আরেক ওপেনার সাইফ হাসান ৬৫ রান করে আউট হন ১০৮ বলে। শেষ খবর পর্যন্ত ক্রিজে আছেন সাকিব আল হাআন ও টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক।
এর আগে ৩০ বল খেলে শূন্য রানে আউট হয়েছে মাঠ ছেড়েছেন টাইগার টেস্ট ওপেনার সাদমান ইসলাম।