ফিলিপাইনে বিধ্বস্ত হওয়া সামরিক বিমানের কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। ৯২ জন যাত্রী নিয়ে অবতরণের সময় রানওয়ে থেকে বিচ্যুত হয় সামরিক বিমানটি। যদিও প্রথম দিকে জানানো হয়েছিল বিধ্বস্ত সি-১৩০ বিমানটিতে ৮৫ জন সেনা সদস্য ছিল।
রোববার (৪ জুলাই) ফিলিপাইনে সুলু প্রদেশের উপকূলবর্তী অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সেনা প্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লরেনজানা এক বিবৃতিতে জানান, বিমানটিতে ৯২ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত জখম ও আহত অবস্থায় ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ১৭ জনের মরদেহ পাওয়া গেছে।