১৩ ডিসেম্বর, ২০২৪, শুক্রবার

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

Advertisement

আজ ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এখনও তা জানা যায়নি।স্থানীয় সময় আজ শনিবার ৪টা ৪৮ মিনিটে প্রধান দ্বীপ লুজন থেকে সৃষ্ট ভূমিকম্প ১১২ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানে বলে জানিয়েছে আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ-ইউএসজিএস। তার কিছুক্ষণ আগে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভুত হয়।

দেশটির বাটানগাসের কালাটাগান মেট্রোপলিটন পুলিশ প্রধান বলেন, ‘এটি খুব শক্তিশালী ভূমিকম্প বলে ধারণা করা হচ্ছে। যা ম্যানিলার দক্ষিণাঞ্চল পর্যন্ত আঘাত হানে। স্থানীয়রা ভূমিকম্পের ঘটনার সঙ্গে আগে থেকেই অভ্যস্ত বলে তারা সব সময় সতর্ক থাকন। তবে আমরা নিম্নাঞ্চলগুলো খতিয়ে দেখছি ভূ-কম্পনের ফলে সুনামি আঘাত হেনেছে কি না।’

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থাপনার বরাত দিয়ে দেশটির ভলকোলজি অ্যান্ড সিজমোলজি ইনস্টিটিউট (ফিভলকস) জানিয়েছে, এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পৃথিবীতে যত ধরনের ভূমিকম্প হানে তার অধিকাংশই ‘রিং অফ ফায়ার’ এলাকাজুড়ে। এটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে প্রসারিত হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অফ ফায়ার’ এর অবস্থানের কারণে প্রায়ই এই দ্বীপপুঞ্জে ভূ-কম্পন অনুভূত হয়

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement