২৭ জুলাই, ২০২৪, শনিবার

ফুটবল মাঠেই মৃত্যু হলো ইতালিয়ান ফুটবলার জিউসেপ্রের

Advertisement

প্রায় তিন বছর আগের কথা। ইতালিতে সাইক্লিংয়ের সময় মৃত্যু হয়েছিলো রোক্ক নামের একজন সাইক্লেলিস্টের। সাইক্লিং করতে করতেই হার্ট অ্যাটাক করে বসেন তিনি। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।

ঠিক একই রকম ঘটনা ঘটেছে তার ভাই জিউসেপ্রের সাথে। ভাইয়ের স্মরণে ফুটবর খেলতে গিয়ে মৃত্যু হয় তার। তিনি ইতালিয়ান ফুটবল লিগের নিয়মিত খেলোয়াড় ছিলেন। ২৯ বছর বয়সী এই ফুটবলার মারা গিয়েছেন গেল বুধবার। ২০১২ সালে সালে ইবোলিতানা থেকে তিনি যোগ দেন পার্মা ফুটবল ক্লাবে এর পর তাকে ধার হিসেবে নিয়ে যায় আরেক ক্লাব বেল্লারিয়া। এরপরে তিনি ভিগোর লামেজিয়া ক্লাবেও খেলেছেন ধারে।

জিউসেপের মৃত্যুর পর তার সাবেক ক্লাব পার্মা তাদের টুইট অ্যাকাউন্টে লিখেছে জিউসেপ্রের মৃত্যুর পর পার্মার সবাই পেরিনো পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত জিউসেপ্রের মৃত্যুর রহস্য খুঁজে বের করতে পারেনি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement