দল জয় পায়নি তো কী হয়েছে গ্যালারীতে বসে থাকা দর্শকরা ঠিকই উসুল করে নিয়েছে পয়সা। মাঠে প্রেম ভালোবাসা বিয়ে দেখে আনন্দ নিয়েই ঘরে ফিরেছে যুক্তরাজ্যের ক্লাব দলের খেলা দেখতে আসা দর্শকরা।
মিনেসোটা ইউনাইটেড এফসি’র মিডফিল্ডার হাসানি ডটসন মাঠেই বান্ধবীকে পেত্রা ভুচকোভিচকে সাইডলাইনে ডেকে দর্শকদের সামনে প্রস্তাব দিলেন বিয়ের। হাঁটু গেড়ে নায়কের মত বসে বান্ধবীকে দেন বিয়ের। কোন কিছু না ভেবেই বান্ধবী রাজি হয়ে যান তাকে বিয়ে করতে। আনন্দে মেতে ওঠেন মাঠে উপস্থিত দর্শকরা। এই চিত্র ধারণ করা হয় ক্যামেরায়।