২৭ জুলাই, ২০২৪, শনিবার

ফের বাড়ল ভারতে দৈনিক সংক্রমণ, মৃত্যু ১৩২১

Advertisement

ভারতের দৈনিক করোনায় সংক্রমণ মঙ্গলবার ৫০ হাজারের নীচে নামলেও, বুধ এবং বৃহস্পতিবার দু’দিনই তা ফের ৫০ হাজার ছাড়ায়। বুধবারের তুলনায় বৃহস্পতিবার হাজার চারেক বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জন।

সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যু ১৩০০-র ঘরেই রয়েছে বৃহস্পতিবার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২১ জন। অতিমারি পর্বে দেশটিতে মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯১ হাজার ৯৮১ জন। মৃত্যুর নিরিখে দেশটির প্রথম চারে রয়েছে মহারাষ্ট্র (৫০৮), তামিলনাড়ু (১৬৬), কেরল (১৫০) এবং কর্নাটক (১২৩)। বাকি রাজ্যে মৃত্যু ৫০-এর আশপাশে বা নীচে।

দৈনিক সংক্রমণ বাড়লেও সক্রিয় রোগীর সংখ্যা কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১৬ হাজারেরও বেশি। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ২৭ হাজার ৫৭ জন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement