ফ্রেঞ্চ ওপেনের রাজাকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছেন নোভাক জোকোভিচ। রোলাঁ গারোর দ্বিতীয় সেমিফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করলেন জোকোভিচ। এই কোর্টে ১০৮ ম্যাচ খেলে নাদালের এটা তৃতীয় পরাজয়। গত চার আসরের চ্যাম্পিয়ন ছিলেন নাদাল। সার্বিয়ার শীর্ষ বাছাইয়ে নাদালকে ৩-৬, ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে পরাজিত করেন জোকোভিচ। প্রায় সাড়ে ৪ ঘণ্টার এই লম্বা লড়াইয়ে অসামান্য দক্ষতায় নাদালকে উড়িয়ে দিয়েছেন এই নাম্বার ওয়ান। আর ম্যাচের পরে বললেন, প্যারিসের এই কোর্টে সবচেয়ে আকর্ষনীয় ম্যাচটিই মনে হয় আজ আমি খেলে ফেললাম। ম্যাচের প্রথম ৫ সেট হেরেও পরে নিজেকে নতুন করে আবিষ্কার করেন জোকোভিচ।
১৩ বারের ফরাসি ওপেন জয়ী নাদালের সামনে ছিল ২১ তম গ্র্যান্ডস্ল্যাম জিতে রজার ফেদেরারকে টপকে সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জয়ী হিসেবে একক শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরার। কিন্তু জোকোভিচ এই ম্যাচটিকে বেছে নেন তার অন্যতম শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য।