২৭ জুলাই, ২০২৪, শনিবার

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Advertisement

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সার্বিকভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ১৮ জুন  তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ভয়াবহ বন্যায় আক্রান্ত সুনামগঞ্জ ও সিলেটের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে পিডিবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি। আমরা দুর্যোগকালীন টিম গঠন করে সার্বক্ষণিক পরিস্থিতি মনিটর করছি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দুই জেলার ৮ উপজেলায় সেনাবাহিনীর ১০ প্লাটুন এবং ৬টি মেডিকেল টিম পানিবন্দি মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্র স্থাপন, আক্রান্তদের চিকিৎসা, বিশুদ্ধ খাবার পানি এবং খাদ্য সামগ্রী প্রদান ও স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। 

প্রতিমন্ত্রী বলেন, বন্যার্তদের জন্য ইতিমধ্যে ৬০০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আমরা সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির দ্রুত উত্তরণ কামনা করছি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement