বরিশালের সমাবেশস্থলে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (৫ নভেম্বর) শনিবার দুপুর সোয়া ২টায় তিনি গণসমাবেশে পৌঁছেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গণসমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে নেতা-কর্মীদের ঢল নামে সমাবেশস্থলে। এ সময় হাজার হাজার নেতা-কর্মীরা স্লোগান দিয়ে শুভেচ্ছা ও অভিবাদন জানান তাকে।
বর্তমানে সমাবেশস্থলে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতারা। মঞ্চে বসে সবার বক্তব্য শুনছেন ফখরুল। তিনি মঞ্চে ওঠার পরে সাধারণ নেতা-কর্মীদের মাঝে বাধভাঙ্গা উল্লাস বিরাজ করছে।