১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

বর্ষা নয়, অনন্তের নতুন ছবিতে নায়িকা হতে যাচ্ছেন নরওয়ের “শাওলি”

Advertisement

এই প্রথম নিজের প্রযোজনার বাইরে গিয়ে সিনেমা করছেন বলে গুঞ্জন উঠেছে সিনেমা পাড়ায়। জলিলের ঘনিষ্ট জনেরা কিছুদিন আগে গণমাধ্যমে এমন তথ্যই দিয়েছেন। তারা বলছেন, নরওয়েভিত্তিক একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কাজ করতে সব প্রস্তুতি নিয়ে ফেলেছেন বাংলা ছবির এই সুপারস্টার। জলিলের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা যায় ‘দিন-দ্য ডে’ ও ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমার শুটের সময় নরওয়ের এই প্রযোজকের সাথে তার পরিচয় হয়েছিল জলিলের।

নরওয়ের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রযোজিত ‘দ্য লাস্ট হোপ’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অনন্ত। এই ছবির প্রস্তাবে রাজি হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চুক্তিস্বাক্ষর সম্পন্ন হয়নি।

‘দ্য লাস্ট হোপ’ মুভিতে অনন্তের সহ অভিনেতা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের মাহিরা খান, জাভেদ পারভেজ, কামাল খানকে। এই মুভিতে নায়িকা হিসেবে থাকবেন নরওয়ের শাওলি। এই সিনেমাটি পরিচালনা করবেন নরওয়ে, চীন ও পাকিস্তানের তিন প্রযোজক।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement