গত ৩০ জুন ভারতে চিকিৎসাধীন অবস্থা মৃত্যু হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার আহসান আহমেদ অমিতের। গেল চারদিনে সব অনুষ্ঠানিকতা শেষে ভারত থেকে তার মৃত্যু দেহ আজ পৌঁছাবে ঢাকায়। আজ রাতেই তাকে শেষ গোসল করিয়ে পড়ানো হবে কাফনের কাপড়। আগামীকাল ৫ জুলাই স্থানীয় সময় সকাল ১০ টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে গোপীবাগের আর কে মিশন রোডের বিসমিল্লাহ মসজিদে।
পরে বেলা ১১ টায় তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে। সেখানেই অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। সব আনুষ্ঠানিকতা শেষে আজিমপুর কবরস্থানে তার দাফন করা হবে দুপুর সাড়ে ১২টায়।