প্রেমিক পুরুষেরা তাদের প্রেমিকার রূপ ও স্মার্টনেস নিয়ে গর্ব করবে সেটাই স্বাভাবিক। সেই গর্বের ব্যাপারটা আরও বেড়ে যায় যখন একজন বেকার ছেলের প্রেমিকা হয় ব্যাংকার। আসছে ঈদে এমনই এক দৃশ্যপট নিয়ে মিজানুর রহমানের চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘ব্যাংকার গার্লফ্রেন্ড’। অসাধারণ একটি প্রেমের গল্পে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা।
এই নাটকটিতে তিশা থাকছেন অধরা চরিত্রে আর জোভান অভিনয় করবেন ইমরান চরিত্রে। ছোট করে বলতে গেলে অধরা ইমরানের প্রেমে পড়ে যায় কিন্তু একটি বেকার ছেলেকে ভালোবেসে তিশার জীবনে নেমে আসে বিষাদের ছায়া। এভাবেই এগুতে থাকে নাটকের গল্প। মিজানুর রহমানের চিত্রনাট্য ও রিংকুর পরিচালনায় নির্মিত এই নাটকটি মানুষের মনে নাড়া দেওয়ার মতই একটি নাটক।
এই নাটকের ব্যাপারে মিজানুর রহমান বলেন, অসাধারণ প্রেমের গল্প এটি, একজন বেকার ছেলের প্রেমে হাবুডুবু খাওয়া ব্যাংকার প্রেমিকার জীবনে কেমন ও কোন বিষয় গুলো তাদের স্বাভাবিক জীবনে প্রভাব ফেলে ঠিক সেই বিষয় গুলোই তুলে ধরা হয়েছে এই নাটকে। আমি বিশ্বাস করি এই নাটকটি দর্শকদের মনে নাড়া দিবে।