১৭ সেপ্টেম্বর, ২০২৪, মঙ্গলবার

বাইডেনের নির্দেশে ইরাক-সিরিয়ায় মার্কিন বিমান হামলা

Advertisement

পেন্টাগন থেকে জানানো হয়েছে, ইরাক ও সিরিয়ায় অবস্থিত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়া ও ইরাকে বিমান হামলা চালানো হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরাকে মার্কিন স্থাপনা ও কর্মকর্তাদের লক্ষ্য করে ড্রোন হামলার জবাবে বিমান হামলা চালানো হয়েছে। 

পেন্টাগন আরো জানিয়েছে, সিরিয়ার দুটি এবং ইরাকের একটি স্থানে মিলিশিয়াদের কার্যক্রম পরিচালনা ও অস্ত্রের মজুদ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কারভাবে বলেছেন যে তিনি মার্কিন নাগরিকদের সুরক্ষার পদক্ষেপ নেবেন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর ইরান সমর্থিত সশস্ত্রগোষ্ঠীর ওপর এটি দ্বিতীয় দফায় হামলার ঘটনা। এদিকে ইরাকে অবস্থিত মার্কিন সেনাদের ওপর গত কয়েক মাসে বেশ কয়েকবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যদিও সেসব হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি নাকচ করে দিয়েছে ইরান।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement