বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষে বৃহস্পতিবার ভোরে দেশে ফিরেছে বাংলাদেশের ফুটবলাররা। বাংলাদেশ সময় আজ অওর চারটায় দেশে ফেরে দলের সদস্যরা। বাছাই পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করলেও ভারত ও ওমানের বিপক্ষে বড় ব্যাবধানে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন দলের ম্যানেজার ইকবাল হোসেন তিনি বলেন, দেশে পৌঁছেই খেলোয়ারদের যার যার ক্লাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার তাদের ক্লাবেই কোয়ারেন্টাইন পালন করবেন। আমরা দেশে ফেরার আগে কাতার থেকে কোভিড টেস্ট করিয়ে নেগেটিভ হয়েই এসেছি। তারপরও ক্লাবগুলো খেলোয়াড়দের করোনা টেস্ট করাবে এবং হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাবস্থা করবে।
ইকবাল আরও বলেন, সামনে আমাদের লিগ শুরু হবে এবং আমরা যেহেতু এশিয়ান কাপের বাছাইয় পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছি সেহেতু লিগ শেষেই জাতীয় দল নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা সাজানো হবে। এএফসি নিয়ম পরিবর্তন করায় সরাসরি এশিয়ান কাপের বাছাই পর্বে সরাসরি খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের।