২৭ জুলাই, ২০২৪, শনিবার

বাড়ির টবে আপেল চাষ করার পদ্ধতি

Advertisement

আমাদের সকলের কাছে কম-বেশি পরিচিত একটি ফল হলো আপেল। কিন্তু অনেকেই বাজার থেকে ক্রয় করে খেয়ে থাকেন। ছাদে টবের মধ্যে চাষ করতে পারেন আপেল।

টবে আপেল চাষ পদ্ধতি জেনে নিন

সব রকম প্রজাতির আপেল এই গরম আবহাওয়াতে হয় না। তবে আপনি যদি নার্সারীতে যান তাহলে নানারকম প্রজাতির আপেল গাছ দেখতে পারবেন। যেহেতু আপেল গাছ বড় হয় এজন্য বড় টবে প্রতিস্থাপন করাই ভালো। আপেল চাষের জন্য ২০ ইঞ্চির একটি টব বাছাই করতে হবে।

আপেল গাছের জন্য মাটি প্রস্তুত করতে লাগবে উচ্চ জল নিকাশি ব্যবস্থা যুক্ত মাটি। আপেল গাছ পানি পছন্দ করে কিন্তু অতিরিক্ত পানি জমে থাকা আপেল গাছ পছন্দ করেনা। তাই কোকোপিট, মাটি, নিম, বালি খোল এবং জৈব সার ভালো করে একত্রে মিশিয়ে আপেল গাছের জন্য মাটি প্রস্তুত করুন।

টবের মধ্যে গাছ প্রতিস্থাপন করুন। মাটি প্রস্তুত করার সময় যেহেতু নিম খোল দেওয়া হয়েছে সেজন্য রোগ ও পোকার আক্রমণ থেকে খানিকটা রেহাই পাবেন। মাঝেমাঝে নিম তেল স্প্রে করতে হবে।

মাটির গোড়া মাঝেমধ্যে খানিকটা খুঁচিয়ে দিয়ে গোবর সার বা ভার্মিকম্পোস্ট অথবা কিচেনের বজ্র পদার্থ থেকে তৈরি কম্পোস্ট সার গোড়ায় দিয়ে দিন। এভাবে ধাপে ধাপে করতে পারলে আপনার ছাদ বাগানে শোভা পাবে আপেল গাছ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement