ইন্দোনেশিয়ার বালি দ্বীপে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ায় কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১১ জন। গতকাল মঙ্গলবার দেশটির বালি উপকূলবর্তী উত্তাল সাগরে এ ঘটনা ঘটে। ফেরিটি জাভা দ্বীপ থেকে একটি সরু প্রণালী দিয়ে যাচ্ছিল। এ দ্বীপের পশ্চিমাঞ্চলের গিলিমানুক বন্দরের কাছে কেএমপি ফেরি ডুবির পর পর মঙ্গলবার সন্ধ্যায় পানি থেকে অনেককে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, এ ফেরিতে ৫৭ যাত্রী ও ক্রু ছিল। তবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। ঘটনার পর উদ্ধার কর্মীরা নিখোঁজদের অনুসন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। বালি অনুসন্ধান ও উদ্ধার বিভাগের প্রধান গেদা দার্মাদা বলেন, ‘আমরা নিখোঁজদের সন্ধানে এখন তল্লাশি অভিযান চালাচ্ছি।’