৮ বছর পর কোন আন্তর্জাতিক আসরে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এই জয়ের পর মেসির বাড়ীর সামনেও ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। সবারই প্রত্যাশা এক নজরের জন্য হলেও লিওকে দেখতে চান তারা, ছবিও তুলতে চান আর্জেন্টিনাকে ২৮ বছর পর শিরোপা এনে দেওয়া এই ফুটবলারের সাথে।
তবে করোনার কথা মাথায় রেখে ভক্তদের সাথে ছবি না তুললেও হতাশ করেননি মেসি। ভক্তরা তার দিকে ছুড়ে দিয়েছেন জার্সি আর সেটি মাটি থেকে তুলে মেসি দিয়েছেন অটোগ্রাফ।
গেলো বোরবার চিরপ্রতিদ্বন্দী ব্রাাজিলকে হারিয়ে কোপার ১৫ তম শিরোপা ঘরে তুলেছেন লিওনেল মেসির দল। শিরোপা তো জিতেছেনই সাথে জিতেছেন গোল্ডেন বুট ও বল দুটোই।