২৭ জুলাই, ২০২৪, শনিবার

বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের বিপক্ষে অপরাজিত ১২৫ স্মিথের

Advertisement

সময়ের অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথ টেস্ট র‌্যাংকিংয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। ওয়ানডে ক্রিকেটে ব্যাটারদের র‌্যাংকিংয়ে তাঁর অবস্থান ৮ নম্বরে। টেস্ট-ওয়ানডের এই দাপটটা টি-টোয়েন্টিতে ধরে রাখতে পারেন না স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলার সময় প্রায়ই কথা হয় তাঁর স্ট্রাইকরেট নিয়ে। সেই স্মিথ এবার খেলছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে। কয়েক দিন আগে সিডনি সিক্সার্সের হয়ে পার্থ স্কোচার্সের বিপক্ষে হাঁকিয়েছিলেন শতক। আজ সিডনি থান্ডার্সের বিপক্ষেও পেলেন তিন অঙ্কের দেখা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টসে জিতে ব্যাট করতে নামে সিক্সার্স। জশ ফিলিপের সঙ্গে ওপেনিংয়ে নামেন স্মিথ। ফিলিপে ১০ রানে ফিরলেও স্মিথ ছিলেন দারুণ ছন্দে। ৩১ বলে পূরণ করেন অর্ধশত। শতকে পৌঁছান ৫৬ বলে। শেষ পর্যন্ত ৬৬ বলে ১২৫ রানের ইনিংস খেলে থাকেন অপরাজিত।

স্মিথের ইনিংসে চারের চেয়ে ছক্কা ছিল বেশি। ৯টি ছক্কার পাশাপাশি তিনি হাঁকিয়েছেন ৫টি চার। তাঁর শতকে ভর করেই ২০ ওভার শেষে ২ উইকেটে ১৮৭ রানের লড়াকু স্কোর পায় সিক্সার্স।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement