২৭ জুলাই, ২০২৪, শনিবার

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে ১৭ মাস পর টেস্টে জয় পেলো বাংলাদেশ

Advertisement

আগে থেকে জানা ছিলো না। হারারে টেস্ট শুরু তিনদিন পরে জানা গেলো এটিই নাকি শেষ টেস্ট টাইগার ব্যাটার রিয়াদের। তার আগে প্রথম ইনিংসে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলো রিয়াদ। তার সেই ইনিংসের উপর ভর করেই জয়ের কথা ভাবা শুরু করে বাংলাদেশ। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ২২০ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। টাইগারদের দেওয়া ৪৭৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে মিরাজ তাসকিনদের বোলিং তোপে ২৫৬ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। ফলে ২২০ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রান তুলেছিলো বাংলাদেশ। রিয়াদ করেছিলো অপরাজিত ১৫০, মুমিনুলের ব্যাট থেকে এসেছিলো ৭০, লিটন দাস করেছিলো ৯৫ রান। সাথে বোনাস হিসেবে তাসকিন খেলেছিলো ৭৫ রানের ইনিংস। টাইগারদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ১১৭ রান করে শান্ত। আর সাদমান অপরাজিত ছিলেন ১১৫ রানে। বল হাতে প্রথম ইনিংসে মিরাজ নিয়েছেন পাঁচ উইকেট। সাকিবের শিকার চারটি। দ্বিতীয় ইনিংসে মিরাজের শিকার চারটি তাসকিনও নেন চার উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
টস:বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস : ৪৬৮/১০ (১২৬ ওভার)
রিয়াদ ১৫০*, লিটন ৯৫, তাসকিন ৭৫, মুমিনুল ৭০
মুজারাবানি ৯৪/৪, তিরিপানো ৫৮/২

জিম্বাবুয়ে ১ম ইনিংস : ২৭৬/১০ (১১১.৫ ওভার)
কাইতানো ৮৭, টেলর ৮১, শুম্বা ৪১
মিরাজ ৮২/৫, সাকিব ৮২/৪

বাংলাদেশ ২য় ইনিংস : ২৮৪/১ ডিক্লেয়ার (৬৭.৪ ওভার)
শান্ত ১১৭*, সাদমান ১১৫*, সাইফ ৪৩;
এনগারাভা ১/৩৬

জিম্বাবুয়ে ২য় ইনিংস : ২৫৬/১০ (৯৪.৪ ওভার)
টেলর ৯২, টিরিপানো ৫২, মুজারাবানি ৩০*, মায়ার্স ২৬,
মিরাজ ৬৬/৪, তাসকিন ৮২/৪

ফল: বাংলাদেশ ২২০ রানে জয়ী।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement