দুই দিনের প্রস্তুতি ম্যাচে দুই উইকেটে ৩১৩ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দ্বিতীয় দিনে মাঠে নেমেই জিম্বাবুয়ের ব্যাটারদের নাকানি-চুবানী খাওয়াতে শুরু করে টাইগার বোলাররা। স্বাগতীকেদের ইনিংসের শুরুতেই শরিফুলের আঘাতে উইকেট হারায় জিম্ববুয়ে। মিল্ট শুম্বার ক্যাচ লুফে নেন তাসকিন আহমেদ।
তবে প্রতিরোধ গড়ার চেষ্টায় থাকেন ব্রায়ান মুদজিঙ্গানিয়ামা ও তাকুজোয়া কাইতানো। তবে পেসার ইবাদত বেশিক্ষণ টিকতে দেয়নি মুদজিঙ্গানিযামাকে, ৪২ বলে ১৬ রান করেই মুদজিঙ্গানিয়ামা এবাদত হোসেনের এলবিডব্লিউতে পরিণত হন তিনি। লাঞ্চের আগে বল হাতে নিয়েই টান্ডব শুরু করে সাকিব আল হাসান। নিজের প্রথম বলেই উইকেট শিকার করে মিস্টার অলরাউন্ডার। সাকিবের শিকার হওয়ার আগে কাইতানো করেন ৫৪ বলে ৩২ রান।
শেষ খবর পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে জিম্বাবুয়ে।
বাংলাদেশ একাদশ ১ম ইনিংস : ৩১৩/২ (৯০ ওভার) ডিক্লেয়ার
সাদমান ০ (৩০)
সাইফ ৬৫ (১০৮) – স্বেচ্ছায় অবসর
শান্ত ৫২ (১০৭) – স্বেচ্ছায় অবসর
মুমিনুল ২৯ (৭৭)
সাকিব ৭৪ (৫৬) – স্বেচ্ছায় অবসর
লিটন ৩৭ (৮২) – স্বেচ্ছায় অবসর
রিয়াদ ৪০ (৭১)*
মিরাজ ৫ (১১)*
জংওয়ে ১১-৫-২৩-১
চিপুঙ্গু ৮-১-৩৪-১
জিম্বাবুয়ে একাদশ ১ম ইনিংস : ৭৪/৩ (২৪ ওভার)
কাইতানো ৩২ (৫৪)
শুম্বা ২ (১০)
মুদজিঙ্গানিয়ামা ১৬ (৪২)
মেয়ার্স ১১ (২১)*
মারুমা ১০ (১৮)*
শরিফুল ৫-১-১৯-১
এবাদত ৫-১-১৪-১
সাকিব ৩-০-১০-১