প্রস্তিতি ম্যাচে খেলতে গিয়ে আগের চোট আবার জেগে উঠেছে তামিম ইকবালের। আজ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশে সেখানে নেই তামিম ইকবাল। তার হাঁটুর চোটের কারণে ওয়ানডে সিরিজে সে খেলতে পারবেন কি না সেটা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। তবে তামিম ইকবাল বলছেন তিনি ওয়ানডেতে খেলবেন তিনি এবং তারপর চোটের অবস্থা বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নিবেন টি টোয়েন্টি সিরিজ তিনি খেলবেন কি না?
এ বিষয়ে তামিম গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত কাউকে জানাইনি যে আমি টি-টোয়েন্টি সিরিজে খেলবো না। ওয়ানডে সিরিজে খেলার পরই চোটের অবস্থা দেখে তখন সিদ্ধান্তটা নিবো টি টোয়েন্টির ব্যাপারে।
আসছে ১৬ জুন থেকে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। আর ২৩ জুলাই থেকে মুরু হবে টি- টোয়েন্টি সিরিজ।