২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

জিম্বাবুয়ের বিপক্ষে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ; নবম উইকেট জুটিতে নতুন রেকর্ড

Advertisement

হারারের টেস্টে প্রথম দিনে করা ৮ উইকেট ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে আগের দিনে ৫৩ রান করা মাহমুদউল্লাহ ও ১১ রান নিয়ে অপরাজিত থাকা তাসকিন। দ্বিতীয় দিনে আর পেছনে ফিরে তাকাতে হয়নি টাইগারদের। জিম্বাবুয়ের বোলারদের ব্যাট হাতে শাসন করে গেছেন দীর্ঘদিন পরে টেস্টে ফেরা রিয়াদ। নিজের ৫ম শতক হাঁকিয়েছেন। তাসকিনও ব্যাট হাতে তুলে নিয়েছে নিজের প্রথম টেস্ট ফিফটি। তাদের দুজনের এই ব্যাটিং তান্ডবে নতুন রেকর্ড পাঁ রেখেছে বাংলাদেশ। নবম উইকেটে তাদের গড়া ১৯১ রানের জুটিটি বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নবম উইকেটে ১৮৪ রান যোগ করেছিলেন মাহমুদউল্লাহ ও আবুল হাসান রাজু।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের একমাত্র ম্যাচে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে লজ্জায় ডুবতে বসেছিলো বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন লিটন ও রিয়াদ। মাঝে মুমিনুল খেলেছিলেন ৭০ রানের এক ইনিংস। লিটন ৯৫ রানে আউট হলেও হাল ছাড়েননি রিয়াদ। লড়ে গেছেন তাসকিনকে নিয়ে। দ্বিতীয় দিনে তাসকিন ৭৫ রানে আউট হলেও রিয়াদ অপারজিত ছিলেন ১৫০ রানে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪৬৮ রানের জবাবে ব্যাট করছে জিস্বাবুয়ে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement