জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। আগের দিনে ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্র ৮ উইকেটে ৩৩২। মাহমুদউল্লাহ ব্যাট করছেন ৭০ রানে আর ২৮ রানে অপরাজিত রয়েছে তাসকিন। ৩৭ বল খেলে এই ইনিংস সাজিয়েছের ৫চারের মার দিয়ে। আর রিয়াদ ৭০ রানের ইনিংস খেলতে বল খেলেছেন ১৬১ টি। আর বাউন্ডারি মেরেছেন ৭টি।