জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে চালকের আসনে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের বিপক্ষে ২৩৭ রানের লিড নিয়েছে টাইগাররা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৬৮ রান তোলে বাংলাদেশ। তার জবাবে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত সাকিব-মিরাজের স্পিন থাবায় ২৭৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। ফলে ১৯২ রানের লিড পায় বাংলাদেশ।
সাকিব আল হাসান তুলে নেয় চার উইকেট আর মিরাজের শিকার ৫টি। তাসকিন নিয়েছে ১ উইকেট। চা বিরতীর পর ১৯২ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে কোন উইকেট না হারিয়ে ৪৫ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দুই টাইগার ওপেনার সাদমান অপরাজিত রয়েছে ২২ রানে আর ২০ রানে অপরাজিত রয়েছে প্রথম ইনিংসে শূন্যরানে আউট হওয়া সাইফ হাসান।